৯৯৯-এ ফোন, পুলিশ গিয়ে পেল লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৩ জুন ২০১৯

ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকা থেকে দুইদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় এক পথচারী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্র্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে পাইনাদী ধনুহাজী রোড এলাকার স্বরূপকাঠী নার্সারির পাশে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে সেটি খুলে এক নবজাতকের লাশ দেখতে পান তারা।

এরপর ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান এক পথচারী। সিদ্ধিরগঞ্জ থানায় জানালে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স দুইদিন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।