মাদারীপুরে বুখারি শরিফের সবক উদ্বোধন করলেন আল্লামা শফী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৪ জুন ২০১৯

মাদারীপুরের শিবচরে ব্রিটিশবিরোধী ফরায়েজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহর আস্তানায় পবিত্র বুখারি শরিফের সবক উদ্বোধন করলেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা শাহ আহমাদ শফী।

সোমবার (২৪ জুন) দুপুরে বাহাদুরপুর মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সবকের উদ্বোধন করেন তিনি। এসময় আল্লামা শফীকে একনজর দেখতে শিবচরের হাজার হাজার মানুষ বাহাদুরপুর মাদরাসা মাঠে জড় হয়।

Madaripur

বাহাদুরপুর মাদরাসার পীর সাহেব আব্দুল্লাহ হাসানের সভাপতিত্বে ও শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমাদের পরিচালনায় পবিত্র বুখারি শরিফের সবক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ দারুল উলুম দেওবন্দ মাদরাসার (ভারত) নায়েবে মুহতামিম আল্লামা আ. খালেক সাম্বলী।

অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ কে এম নাসিরুল হক/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।