নারী শিক্ষার্থীদের নারীদের কাছেই পড়ানোর পরামর্শ দিলেন আল্লামা শফী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৫ জুন ২০১৯

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষাগ্রহণের ব্যবস্থা করার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের নারী শিক্ষকের কাছে পড়ানোর পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী।

তিনি বলেন, ‘মেয়ে শিক্ষার্থীদের মহিলা শিক্ষকের কাছে পড়ালে নারীঘটিত অপরাধ কমে আসবে।’

সোমবার বন্দর উপজেলার দাঁশেরগাঁওয়ে জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদরাসার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আহমদ শফী আরও বলেন, ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান আল্লাহর দান। অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের আলোকে শিক্ষিত করে তুলুন।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক গোলজার মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।