উত্তাল সাগর, টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০১ জুলাই ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আবহাওয়া বৈরী থাকায় রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে গত দুইদিনে দ্বীপের শতাধিক মানুষ আটকা পড়েছেন।

এদিকে, বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, শনিবার কক্সবাজার এসেছি। রোববার বাড়ি যেতে চেয়েও বোট চলাচল বন্ধ থাকায় সম্ভব হয়নি। সোমবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে আমার মতো অনেক লোক ভিড় করেছেন। সেন্টমার্টিন যেতে না পেরে তাদের স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করতে হচ্ছে। কক্সবাজারেও সেন্টমার্টিনের অনেক পর্যটক আটকা পড়েছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দুইদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া দুইদিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছেন। তারা আত্মীয়-স্বজনসহ কয়েকটি আবাসিক হোটেলে রয়েছেন।

সেন্টমার্টিন-টেকনাফ নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দুইদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে কোনো নৌযান চলাচল করতে পারছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।