নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৬ জুলাই ২০১৯

ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ দিপ্ত কর্মকার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নলছিটি শহরের কাজী অফিস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দিপ্ত কর্মকার শহরের সবুজবাগ এলাকার গৌরঙ্গ কর্মকারের ছেলে।

নলছিটি পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
মাদক কারবারি দিপ্তকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নলছিটি থানায় সোর্পদ করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম তালুকদার জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরর পর শনিবার আদালতে পাঠানো হবে।

আতিক রহমান/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।