সাগরে ট্রলারডুবি, ৫ ঘণ্টা পর ৬ জেলে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ আগস্ট ২০১৯
ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনায় ছয় জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার ৫ ঘণ্টা পর নিখোঁজদের সবাইকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

রোববার সকালে উপজেলার ঢালচর এলাকায় বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

উদ্ধার জেলেরা হলেন ইব্রাহিম মাঝি (৩৫), খলিল মাঝি (৪০), বাচ্চু (৩২), ছালাউদ্দিন (৩৫), ইসমাইল (২৫) ও ফজলু (২০)।

ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢালচর থেকে ইব্রাহিম মাঝির নেতৃত্বে ছয়জন জেলে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে যায়। দুপুরের দিকে সাগর হঠাৎ উত্তাল হয়ে ওঠলে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ছয় জেলেই নিখোঁজ হন।

খবর পেয়ে ঢালচর এলাকা থেকে হান্নান, তৈয়ব ও রবিউল মাঝির নেতৃত্বে তিনটি ট্রলার তাদের উদ্ধারে সাগরে যায়। পরে ৫ ঘণ্টা পর নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদার ঢালচরে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।