মাগুরায় হঠাৎ ডাকা ধর্মঘটে বিপাকে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২২ আগস্ট ২০১৯

মাগুরায় কাউন্টার মালিক সমিতির ডাকা আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন জেলার সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের কারণে সকাল ৯টা থেকে পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে সব ধরনের পরিবহনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

কাউন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক রানা জানান- তারা মাগুরা পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে বৈধ ভাবে ব্যবসা করে আসছেন। কিন্তু এক শ্রেণির মানুষ বেশ কিছুদিন ধরে রাস্তা থেকে যাত্রীদের ভাগিয়ে নিয়ে সাধারণ গাড়িতে উঠিয়ে দিচ্ছে।

এতে যাত্রী হয়রানিসহ তাদের ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী ও কাউন্টার মালিক উভয়েই। তিনি এ ব্যপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে এই ধর্মঘটের কারণে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকামুখী কোনো পরিবহন না ছাড়লেও খুলনা, চুয়াডাঙ্গা ও দর্শনা থেকে ছেড়া আসা বিভিন্ন পরিবহনের গাড়িগুলো মাগুরা হয়ে ঢাকায় যাচ্ছে।

এছাড়া যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদেরও গাড়িতে ওঠার সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মো. আরাফাত হোসেন/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।