আইসিইউতে সাংবাদিক পরশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২২ আগস্ট ২০১৯

ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মেহেদী নূর পরশকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সাংবাদিক পরশ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার দ্রুত সুস্থতা কমানায় সবার কাছে দোয়া কামনা করেছে তার পরিবার ও স্বজনরা।

গত ১৬ আগস্ট জ্বরে আক্রান্ত হন সাংবাদিক পরশ। তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার পরশকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে এবং ডেঙ্গু জ্বরের আলামত পরিলক্ষিত হয়েছে।

এদিকে পরশের আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুমা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।