বৃষ্টির পানিতে গর্তে পড়ে মারা গেল দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরে বৃষ্টির পানিতে ভরাট হয়ে যাওয়া গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের শিপন ইসলামের ছেলে প্লাবন (৯) ও রায়হান ইসলামের ছেলে রাফি (৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে খেলার সময় বাড়ির পাশে বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া একটি গর্তে পড়ে যায় প্লাবন ও রাফি। দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এক পর্যায়ে গ্রামের মানুষও তাদেরকে খুঁজতে শুরু করে।

তারা আরও বলেন, পরে গর্তের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।