থানার সামনে এসআইর হাত কামড়ে ধরলেন ইয়াবা ব্যবসায়ী
নাটোরে থানার সামনেই পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) হাত কামড়ে দিয়েছেন মোজাম্মেল হোসেন ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ী। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতির ভাই। সোমবার বেলা ১১টার দিকে লালপুরে এ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এসআই সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশ মোজাম্মেল হোসেন ফিরোজের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি দক্ষিণ লালপুর এলাকার নাদের হোসেনের ছেলে।
ওসি সেলিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার সামনে ফিরোজের দেহ তল্লাশি করে কোমর থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি এসআই সেলিম হোসেনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে এসআই সেলিম কিছুটা আহত হন। তখন অন্য পুলিশ সদস্যরা এসে তাকে আটক করে।
তিনি জানান, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোজাম্মেল হোসেন ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে।
রেজাউল করিম রেজা/এমএমজেড/জেআইএম