স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৩ অক্টোবর ২০১৯

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঝিনাইদহে চলন্ত ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নয়ন নামে এক কলেজছাত্র। বুধবার রাত ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নয়ন ওই গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, নয়ন ও তার স্ত্রী পাপিয়া উভয়েরই বয়স কম হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। বুধবার রাতেও তাদের ঝগড়া হয়। এ সময় নয়ন স্ত্রীর ওপর রাগ করে বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পড়ুন: আত্নহত্যার আরো খবর

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।