ছেলের মৃত্যুর খবর সইতে পারলেন না মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ছেলে ইসহাক মিয়ার (৫৫) মৃত্যুর খবরে মারা গেছেন মা রাজিয়া খাতুন (৭০)। শনিবার উপজেলার নাজিরপুর বাজারে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

ইসহাক মিয়া নাজিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বাড়ি নাজিরপুর গ্রামে। বাবার নাম মৃত ইব্রাহিম মুন্সি।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নাজিরপুর বাজারে নিজ লন্ড্রিতে হঠাৎ করেই স্ট্রোক করে মারা যান ইসহাক। সেই খবর পেয়ে তার মা রাজিয়া খাতুনেরও মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়। পরে অচেতন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান তিনি।

এদিকে মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে রোববার দুপুরে উপজেলার নাজিরপুর ঈদগাহ্ মাঠে জানাজা শেষে মা ও ছেলের মরদেহ নাজিরপুর কবরস্থানে দাফন করা হয়।

কামাল হোসাইন/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।