দুই জেলায় ৪৯ জেলেকে কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রাজবাড়ী-ভোলা
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৯

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ি ও ভোলায় ৪৯ জেলেকে জেল এবং চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে মোট ২৩৫ কেজি মাছ ও ১ লাখ ২২ হাজার মিটার জাল।

রাজবাড়ীতে ৩৪ জনকে জেল, ৪ জনকে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীতে ৩৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৪ ঘন্টায় জেলা সদর, কালুখালী ও গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ২৩৫ কেজি মাছ ও ১ লাখ ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা মৎস্য দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আটককৃত জেলেদের মধ্যে ৩৪ জনকে মৎস্য সংরক্ষণ আইনে ১৫ দিন করে জেল এবং ৪ জনকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য অধিদফতর, নৌ পুলিশ ও ২০ আনসার ব্যাটালিয়ান সদস্যরা সহযোগিতা করেন।

Hilsa-2

জেলা মৎস্য অফিসার মোহা. মজিনুর রহমান জানান, চলমান ইলিশ রক্ষা অভিযানের ৮ম দিনে ৩৮ জন জেলেকে আটকের পর জেল ও জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে ২৩৫ কেজি মাছ ও ১ লাখ ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

ভোলায় ১৫ জেলের কারাদণ্ড

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৫ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার মেঘনা ও তেতুঁলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের ইলিশা ও ভেদুরিয়া এলকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার সময় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সদস্যরা ১২ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন প্রত্যকেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. মারুফ হোসেন মিনার জানান, উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের ইউএনও রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

জুয়েল সাহা বিকাশ/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।