শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল থাকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি নৌরুটে শনিবার বিকেলে থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে ভোর থেকেই এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল করলেও বিকেল সোয়া ৩টার দিকে কর্তৃপক্ষ নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌরুটে ১০টি ফেরি দিয়ে সীমিত আকারে চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

ভবতোষ চৌধুরী নুপুর/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।