লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনো এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজ আসলামের (২৪) মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে আব্দুল মান্নান (৬০) নামে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুল মান্নান ও আসলামের বাড়ি বরগুনাতে বলে জানা গেছে।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুস সামাদ বলেন, বাল্কহেড ডুবির ঘটনায় সোমবার সকাল থেকে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নামে। বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে থেকে নিখোঁজ শ্রমিক আসলামের মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে সন্ধ্যায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাজ্জাক বলেন, নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে উদ্ধার কর্মীরা।

রোববার (১৭ নভেম্বর) ভোরে গজারিয়া কোস্টগার্ড স্টেশনসংলগ্ন মেঘনা নদীতে ঢাকার সদরঘাটগামী যাত্রীবোঝাই কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় নাদিয়া নামে বালুবাহী বাল্কহেড ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।