গাজীপুরে কভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ নভেম্বর ২০১৯

গাজীপুরে কভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে ইসরাফিল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক এনামুল হক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কোয়ালিয়া এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকতেন এবং ময়মনসিংহে চাকরি করতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, ঢাকার মিরপুর থেকে প্রাইভেটকারযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন ইসরাফিল। তাদের প্রাইভেটকারটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইসলাফিল মারা যান এবং চালক এনামুল আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।