হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কুদ্দুস মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুখচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুখচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহির মিয়ার সঙ্গে নিহত কুদ্দুস মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কুদ্দুস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।