বর্তমানে মানুষের এক নম্বর সংকট মনুষ্যত্বহীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে চার দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। ‘সৌরভে গৌরভে ঐতিহ্যে ৩০ বছর’ স্লোগানে এ উৎসবের আয়োজন করে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ডিসিপি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমপি ও অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। পরে অতিথিরা আলোচনা সভায় অংশ নেন।

habigonj-(2).jpg

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীত পরিবেশ করা হয়। সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যুৎ রঞ্জন পালের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের এক নম্বর সংকট মনুষ্যত্বহীনতা। মানুষ যদি মানুষ না হয় তবে প্রবৃদ্ধি-উন্নয়ন আমাকে মসকরা করবে, ঠাট্টা করবে। মনুষ্যত্বের ওপর যে জাতি দাঁড়িয়ে থাকে তার ক্ষয় নেই, তার ক্ষয় নেই।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।