চা শ্রমিকদের মদ ছেড়ে ডিম-দুধ খেতে বললেন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

হবিগঞ্জে অতিদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা। শুক্রবার (২০ ডিসেম্বর) জেলার চুনারুঘাট উপজেলার ৬টি চা বাগানের প্রায় ১ হাজার শ্রমিকের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, চা শ্রমিকদের মদ নয়, ডিম ও দুধ খেতে হবে। তাহলে শরীরে পুষ্টি হবে। সন্তানরাও শিক্ষিত হবে। ভালো চাকরি করবে। ধর্মঘটের নামে চা শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র না করতে চা শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, পড়ালেখা করে চা শ্রমিক পরিবারের বেশ কয়েকজন এ বছর পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে। তারা প্রত্যেকেই দরিদ্র। তাদের পরিবার ডিম-দুধ খাইয়েছে। লেখাপড়া করিয়েছে। যদি মাদক সেবন করতো তবে তাদের সরকারি চাকরি হতো না। তারাই একদিন থানার ওসি হবে। পরিবারের জন্য সুনাম বয়ে আনবে। তাই মাদক সেবন পরিহার করতে হবে। নিজেরা মদ পান করলে তার প্রভাব সন্তানদের ওপর পড়বে। এটি মনে রাখতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, আমু চা বাগানের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।