স্বামীর দেয়া আগুনে দুধের সন্তান রেখে স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

নরসিংদীর মাধবদী উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুপুরে ওই গৃহবধূর স্বামী বিপ্লব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেয়া আগুনে অগ্নিদগ্ধ হন খাদিজা আক্তার। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

খাদিজার বাবা কাজল মিয়া বলেন, দেড় বছর আগে খাদিজাকে বিপ্লবের সঙ্গে বিয়ে দেয়া হয়। তাদের ঘরে সাত মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের তিন লাখ টাকার জন্য খাদিজার ওপর নির্যাতন চালাতো বিপ্লব। টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার জন্য শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। স্বামীর দেয়া আগুনে দুধের সন্তান রেখে খাদিজার মৃত্যু হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানা পুলিশের এসআই দিদারুল আলম বলেন, মৃত গৃহবধূর বাবা কাজল মিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। মামলার আসামি বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।