তিন মাসের ভাতার টাকা জমিয়ে শীতবস্ত্র দিলেন এক মুক্তিযোদ্ধা
গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। মুক্তিযোদ্ধা ভাতার তিনমাসের অর্থ জমিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বর্ণঘোষ দিঘীরপাড় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, নশাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মো. আব্দুল আজিজ সিকদার, শরীয়তপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জসিম মাদবর, আওমী লীগ নেতা শাহাদাৎ ছৈয়াল, যুবলীগ নেতা আনোয়ার খানসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকর্মী হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে যারা শীতার্ত মানুষ আছেন তাদের প্রতি আমার দায়িত্ববোধ আছে। সেই দায়িত্ববোধ থেকে এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেই হিসেবে সরকার প্রতি মাসে আমাকে ২৫ হাজার টাকা ভাতা দেয়। তিন মাসের টাকা দিয়ে কম্বল কিনে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে বিতরণ করলাম।
এলাকাবাসী জানায়, সত্তর বছর বয়সী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার প্রতি বছরই এলাকার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।
ছগির হোসেন/এমএএস/এমকেএইচ