বাড়ি না ফেরা সুমাইয়ার লাশ মিলল ৭০ ফুট গভীর কূপে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের দুইদিন পর গভীর কূপ থেকে সুমাইয়া আক্তার (১২) নামে এক কিশোরীর লাশের সন্ধান মিলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। সে উপজেলার রহিমপুর ইউপির কালেঙ্গা গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শিশু সুমাইয়া রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নাসিমা আক্তার নামের এক নারী বাড়ির গভীর কূপে তার লাশ দেখতে পেয়ে অন্যদের জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ও পরে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী অপর একটি দল ছুটে যায় ঘটনাস্থলে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ৭০ ফুট গভীর ওই কূপ থেকে সুমাইরার মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা) লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

রিপন দে/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।