কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা, কারখানায় আনন্দ মিছিল
নরসিংদী ইউএমসি জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি মজুরি কমিশন ও পে-কমিশনসহ দাবি সরকার মেনে নেয়ায় শনিবার সকাল ৬টা থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। প্রত্যাশিত দাবি মেনে নেয়ায় খুশি তারা। মিলের ভেতরে আনন্দ মিছিল করেছে শ্রমিকরা। এসময় তারা শেখ হাসিনা সরকারের জয়গান করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসে শ্রমিক নেতারা ১৪ ডিসেম্বর স্থগিত করে পাটকল শ্রমিকরা কাজে যোগ দেয়। দাবি পূরণে শ্রমিকরা গত ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু দারি পূরণ না হওয়ায় গত বছরের ২৮ ডিসেম্বর তারা পুনরায় আন্দোলনে নামেন।
তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশন স্থলে অবস্থান করেন শ্রমিকরা। অনশনে অংশ নিয়ে দুই দিনে অসুস্থ হয়ে পড়েছে ৭ জন শ্রমিক। পরবর্তীতে শ্রমিকদের আন্দোলনে স্কুল ড্রেস পড়ে আমরণ অনশনে যোগ দেয় শ্রমিকদের শত শত স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। পরে ২ জানুয়ারি রাতে শ্রমিকদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেয় পাট ও বস্ত্রমন্ত্রী। এবং আগামী ১৭ জানুয়ারির মধ্যে শ্রমিকদের নতুন জাতীয় মজুরি কাঠামো অনুযায়ী পে-স্লিপের মাধ্যমে মজুরি প্রদান করা হবে। এ আশ্বাসের পর শনিবার সকাল ৬টা থেকে কাজে যোগ দেয় শ্রমিকরা।
সঞ্জতি সাহা/এমএএস/জেআইএম