কুকুর বের করে দিল লুকিয়ে রাখা ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:২৩ এএম, ০৫ জানুয়ারি ২০২০

জার্মান শেফার্ড জাতের একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কাভার্ডভ্যান তল্লাশি করে লুকিয়ে রাখা ৫৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে দিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে ওই কাভার্ডভ্যান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে ফেনসিডিলগুলো উদ্ধার করে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় কাভার্ডভ্যানের হেলপার মেহেদী হাসানকে (২০) আটক করে বিজিবি। মেহেদী যশোরের ঝিকরগাছার কাটাখাল এলাকার রফিকুল ইসলামের ছেলে। তবে চালক বিপুল মিয়া (২৮) আগেই পালিয়ে যায়।

jagonews24

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবির গোয়েন্দারা জানতে পারে, ভারত থেকে আমদানি করা পণ্যের মধ্যে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় পাচার করা হবে। গত ৩-৪ দিন ধরে বিজিবি সদস্যরা গাড়িটি ধরার চেষ্টা কররে। শনিবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের যশোর সদর উপজেলার নতুনহাট নামক বাজার থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে ঝুমঝুমপুরের বিজিবির ক্যাম্পে নিয়ে যায়। বিকেলে সেখানে যশোরের সংবাদকর্মীদের সামনে প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুর দিয়ে কাভার্ডভ্যানটির মধ্যে তল্লাশি করা হয়। সেখানে কিছু না পেয়ে গাড়ির কেবিনের মধ্যে তল্লাশি করে বিশেষভাবে রাখা ৫৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

লে. কর্নেল সেলিম রেজা আরও জানান, ৩-৪ দিন আগে ওই ফেনসিডিলগুলো অ্যালুমেনিয়াম হাইড্রো অক্সাইড বহন করা একটি কাভার্ডভ্যানের মধ্যে রাখার কথা ছিল। কিন্তু পরবর্তীতে আসামিরা গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে উঠায়। এই বিষয়টিও জানতে পারে বিজিবির গোয়েন্দারা। এই ফেনসিডিল পাচারের সঙ্গে আমদানিকারক সিঅ্যান্ডএফ- এর সদস্যরা জড়িত কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই কেমিক্যাল দ্রব্যের বেনাপোল বন্দর থেকে ছাড় করায় মেসার্স এএ এন্টারপ্রাইজ। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

মিলন রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।