স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২০
ছবি : অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি কারখানার যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় দুই নেতা। রোববার (০৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক লীগের ওই দুই নেতা হলেন নরসিংদী সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পু ও মেহেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ঈমান হাসান।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পু ও মেহেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ঈমান হাসান সহযোগীদের নিয়ে খালপাড় গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি ও গ্যারেজে হামলা চালায়। এতে নারী-পুরুষসহ সাতজন আহত হন।

এ সময় মাইক্রোবাসসহ সাতটি গাড়ি ও বাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় পাপ্পুসহ মোট ১৪ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন আরকে টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মিয়ার চাচাতো ভাই সাদ্দাম হোসেন। এতে ক্ষিপ্ত হন পাপ্পু।

ওই মামলায় গ্রেফতার হয়ে ৩১ ডিসেম্বর জামিনে বেরিয়ে আসেন পাপ্পুর সাত সহযোগী। জামিনে বেরিয়ে রোববার দুপুরে সাদ্দামের চাচাতো ভাই আরকে টেক্সটাইলের মালিক মোস্তফা মিয়ার কারখানায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন তারা।

আরকে টেক্সটাইলের মালিক মোস্তফা মিয়া বলেন, শনিবার রাতে পাপ্পু ও ঈমান তাদের সহযোগী সুমন, মিলন ও নুরনবীকে আমার কাছে পাঠিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের চাঁদা দেয়নি বলে আমার মিলের রাস্তা বন্ধ করে দেয়। এখন কোনো গাড়ি আমার মিলে প্রবেশ করতে পারছে না।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, পাপ্পুর নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়। তার বিরুদ্ধে মামলা দেয়ায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়। জামিনে এসে এখন প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই।

এ ব্যাপারে জানতে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পুকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নরিসংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) সাহেদ আহমেদ বলেন, রাস্তার বন্ধ করার এখতিয়ার কারও নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।