ইজিবাইক ছিনতাই : ফতুল্লায় এসআইসহ ৫ পুলিশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ সহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ডিউটিরত এরিয়ায় এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সোমবার তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২, কনস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং গাড়ি চালক কনস্টেবল আলমগীর।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আরওআই ইলিয়াছ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ জানুয়ারি শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ফতুল্লা মডেল থানার ঈগল টিমের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমান-২ ও তার সঙ্গীয় ফোর্স। কিন্তু তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেননি। ওইদিন রাতেই ইজিবাইক চালক টিপু হাওলাদারকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইক চালক রাতেই মারা যান। ফলে দায়িত্বে অবহেলার কারণে এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।