ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক শিশু (১১) নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শহরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকাগামী ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে একটি শিশু চিৎকার করে ওঠে। চিৎকার শুনে এগিয়ে এসে মাটিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ট্রেনে কাটা পড়ে শিশুটির এক হাত ও এক পা শরীর থেকে আলাদা হয়ে যায়। তার গায়ে একটি ফুল হাতা গেঞ্জি ছিল।
নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এমএসএইচ