নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার : ২ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:১১ পিএম, ১৩ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোফানা আক্তার (৪৫) ও শিউলি আক্তার (৫৫)। এ ঘটনায় নিহতদের দেবর তোফায়েল আহমেদ চৌধুরী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আছুরিঘাট এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই নারী উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে রয়েছি। আইনি প্রক্রিয়া
শেষে লাশ হস্তান্তর করা হবে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।