নবম শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণকারী তানভীরও গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২০ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার এজারভুক্ত পলাতক আসামি তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে খাগড়াছড়ি জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানভীর উপজেলার তারাবো পৌরসভার রূপসীর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। এসময় ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৯ জানুয়ারি আফজাল, তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে রূপসী এলাকার একটি বাড়িতে দুইদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক তৌসিফ, আফজাল ও আবু সুফিয়ান সোহানকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি তানভীর বেশকিছুদিন ধরেই পলাতক ছিল। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় ফয়সাল নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তাদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

মীর আব্দুল আলীম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।