ধর্ষককে পালাতে সহায়তা, যুবলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২০
যুবলীগ নেতা আনিছুর রহমান শ্যামল

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনা মীমাংসার নামে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করায় গ্রেফতার যুবলীগ নেতা আনিছুর রহমান শ্যামলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ফতুল্লার কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

বুধবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্যামলকে বহিষ্কারে বিষয়টি জানানো হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, ফতুল্লার কাশিপুরে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষককে বাঁচাতে মীমাংসা করার কথা বলে কিশোরীসহ তার মাকে আনিছুর রহমান শ্যামলের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মীমাংসার নামে কিশোরীর মাকে হুমকি-ধামকি দিয়ে ধর্ষককে পালিয়ে যেতে সহায়তা করেন। এ ঘটনায় আনিছুর রহমান শ্যামলকে পুলিশ গ্রেফতার করেছে। তাই সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিতার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আনিছুর রহমান শ্যামলকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে সংগঠনের চেয়ারম্যান/সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, শ্যামলকে বহিষ্কার আদেশের বিষয়ে কেন্দ্রীয় কমিটি আমাকে অবগত করেছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।