গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে দোকান-গুদাম ছাই
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড প্রশিকামোড় ও মাওনা বাজারে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে একটি গুদাম ও চায়ের দোকান ছাই হয়ে গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মাওনা বাজারে চায়ের দোকানে ও রাত ৩টার দিকে বস্তার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. নাহিদ মামুন বলেন, পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের প্রশিকামোড় এলাকায় রাত ৩টার দিকে সানোয়ার হোসেন সানুর বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গুদামের বস্তাগুলো পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
অপরদিকে রোববার সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মাওনা বাজারে গ্যাস সিলিন্ডারের আগুনে বাচ্চু মিয়ার চায়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে যায়।
শিহাব খান/এএম/এমএস