গণধর্ষণের পর লাইভে আসা চার যুবকের রিমান্ড শুনানি মঙ্গলবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গত বুধবার (১৫ জানুয়ারি) জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে এনার্জি ড্রিংকসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের হাতে গ্রেফতার চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার দুপুরে ওই চারজনকে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উঠালে আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন আগামী মঙ্গলবার তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান আদালতের পরিদর্শক মো. মীর রকিবুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে এনার্জি ড্রিংকসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করে র‍্যাব-১।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর রাজবাড়ী ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শিহাব খান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।