পুলিশের ধাওয়ায় মাহেন্দ্র উল্টে প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৭ জানুয়ারি ২০২০

সাতক্ষীরার পাটকেলঘাটায় মাহেন্দ্র উল্টে আব্দুস সামাদ মোড়ল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হারুন-অর-রশিদ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার মৃত আছির মোড়লের ছেলে। তিনি পেশায় মাহেন্দ্র চালক ছিলেন।

হারুন-অর-রশিদ কলেজ মোড় এলাকার বাসিন্দা সেলিম হোসেন জানান, সাতক্ষীরা থেকে মাহেন্দ্র নিয়ে যাত্রী না নিয়ে একা পাটকেলঘাটা ফিরছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের সামনে ট্রাফিক পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র দ্রুত চালিয়ে পাটকেলঘাটার দিকে চলে আসেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করে ট্রাফিক পুলিশ। দ্রুত গতিতে পালাতে গিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশে এসে রাস্তার মধ্যে মাহেন্দ্রটি উল্টে যায়। এতে মাহেন্দ্রর নিচে চাপা পড়ে চালক সামাদ ঘটনাস্থলেই মারা যান।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, স্থানীয়রা বলছেন পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে নিহত হয়েছেন সামাদ। ঘটনাস্থলে রয়েছি, তদন্ত না করে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে না।

এদিকে সাতক্ষীরার ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় ট্রাফিকের কোনো সদস্য ছিল না। কারা ধাওয়া করেছে আমার জানা নেই। আর মাহেন্দ্র চালক সিগন্যাল অমান্য না করলে এমন দুর্ঘটনা হয়তো ঘটতো না।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।