দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় স্কুল-মাদরাসার দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসব উপকরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমান (ফারুক মাস্টার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইউম সাহেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শাহরিয়ার। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদর্শপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি ডা. শাহরিয়ার আগামী কয়েক দিন পরে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করার ঘোষণা দেন। অনুষ্ঠানের সভাপতি আব্দুল কাইউম শিশুদের সুস্থ মানসিক বিকাশে সমাজের ভূমিকা ও মাদক ও তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে ছাত্র-ছাত্রীদের বিরত রাখতে বাবা-মাকে অনুরোধ করেন।

বাইজিদ বাগমারের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা সিরাজ মোড়ল, মনজুরুল কবির, হাসিম মোড়ল, আয়েত আলী মাস্টার প্রমুখ।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।