বিদ্যুৎস্পৃষ্টে অসহায়, খাবার মুখে নিতে পারছে না বানরটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি বানরকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বানরটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। গত বুধবার (২২ জানুয়ারি) লাউয়াছড়া জাতীয় উদ্যানের নুরজাহান চা বাগানের পাশে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় বানরটি।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ বলেন, ২২ জানুয়ারি সন্ধ্যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে নুর জাহান চা বাগানের প্রবেশ মুখে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় বানরটি। পরে বনবিভাগ বানরটি উদ্ধার করে চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বানরটিকে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, বানরটি সাফারি পার্ক কর্তৃপক্ষ বুঝে নিয়েছে। তাকে সুস্থ করতে ইতোমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে বানরের দুই হাত ও দুই পা ঝলসে গেছে। হাত দিয়ে খাবার মুখে নিতে পারছে না বানরটি। এতে অসহায় হয়ে পড়েছে বানরটি।

তিনি আরও বলেন, গত ১০ জানুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনটি বানরকে চিকিৎসার জন্য পার্কের চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছিল। চিকিৎসা শেষে ওই বানরগুলো এখন সুস্থ। দ্রুত ছাড়পত্র দিয়ে এসব প্রাণিকে আপন ঠিকানায় অবমুক্ত করা হবে।

শিহাব খান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।