যশোরে প্রাইভেটকার দুর্ঘটনা : আরেকজনের মৃত্যু সিঙ্গাপুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০

যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত কেএম শাহাব হৃদয় (২৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। হৃদয়ের মামা মহব্বত হোসেন টুটুল রাতে এ প্রতিনিধিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে ওই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হলো।

মহব্বত হোসেন টুটুল বলেন, `দুর্ঘটনায় হৃদয়ের স্পাইনাল কর্ডের ছয় জায়গায় ভেঙে যায়। তার ফুসফুসেও মারাত্মক আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য তাকে ২৪ জানুয়ারি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টার দিকে হৃদয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়’।

মঙ্গলবার বিকেলের ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে। নিহত হৃদয় যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি গভীররাতে যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে ওই প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হন।

নিহতরা হলেন, যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮), মেডিকেলের শিক্ষার্থী তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও পিয়াসার খালাত ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)। আহত হন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)।

তারা সবাই পিয়াসার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিয়ে বাড়ির আলোকসজ্জা দেখতে বের হয়েছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি। তিনি পুলিশের কাছে এ বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছেন।

মিলন রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।