৪টি আমের দাম ২৫ হাজার টাকা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের গাছের এক হালি আম ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নিলামের মাধ্যমে আমগুলো বিক্রি করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মূলত মসজিদের গাছের আম হওয়ায় এত চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ছাতিকামলার পাড় এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের একটি আমগাছে চারটি আম ধরে। প্রতিটি আমের ওজন প্রায় আধা কেজি। অসময়ে গাছে ধরা এই আম উন্মুক্ত নিলামে তোলার উদ্যোগ নেয় মসজিদ কর্তৃপক্ষ। সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজের খুতবার পর নিলাম ডাকা হয়। মসজিদে থাকা মুসল্লিরা অনেকটা আগ্রহ নিয়েই ওই নিলামে অংশ নেন। ৫০১ টাকায় নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত নিলামে এক হালি আমের দাম ওঠে ২৫ হাজার টাকা। শাহ আলম মিয়া নামে এক মুসল্লি আমগুলো কিনে নেন। বিষয়টি নিয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মো. ফখরুল ইসলাম জানান, শতবর্ষী মসজিদের গাছে অসময়ে আম ধরেছে। মুসল্লিরা অনেক উৎসাহ নিয়ে নিলামে অংশগ্রহণ করেছেন। মসজিদের গাছের আম হওয়ার কারণেই এতো চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।