ট্রাক্টরের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্র নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত জিম উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার সময় স্কুলের সামনের রাস্তায় মাটি বহনকারী একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ওই ট্রাক্টরের চালককে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।