মোদিকে প্রতিহতের ঘোষণা কক্সবাজার হেফাজতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক ও দাঙ্গাবাজ অভিহিত করে বাংলাদেশে ঢুকলে তাকে প্রতিহতে লংমার্চের ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এতেও কাজ না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটির জেলা নেতারা। দিল্লির মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম গণহত্যার প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারে বিক্ষোভ করে এ হুঁশিয়ারি দেন দলের নায়েবে আমির হাফেজ ছালামত উল্লাহ।

তিনি বলেন, নরেন্দ্র মোদি সাম্প্রদায়িক, দাঙ্গাবাজ একজন সন্ত্রাসী রাষ্ট্রপ্রধান। তার হাতে মুসলমানের স্বাধীনতা ভূলুণ্ঠিত। মানবিক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দাঙ্গাবাজ মোদিকে বাংলাদেশের মাটিতে এনে মুজিববর্ষকে কলঙ্কিত করবেন না। একজন সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীতে সন্ত্রাসী মোদি আসার অধিকার নেই।

কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল কক্সবাজার পৌরসভা গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পদক মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ভারতে মুসলমানরা গণহত্যার শিকার হবে আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করবে না, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে বসবাস করছে। কিন্তু ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন হবে তা মেনে নেয়া যায় না। ভারতের মুসলমান গণহত্যা ও মসজিদ পুড়িয়ে ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলা হেফাজতের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মনজুরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের অর্থ সম্পাদক হাফেজ মুবিনুল হক, মাওলানা মনজুর ইলাহী, মাওলানা সায়েম হোসেন চৌধুরী, মাওলানা আব্দুর রহমান জিহাদি, মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।