দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পুলিশ বক্সে হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে জঙ্গি-সন্ত্রাসীরা পুলিশ বক্সসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তারা বহির্বিশ্ব থেকে আসেনি, তারা সবই হোম জঙ্গি। আমরা বলিনি জঙ্গি-সন্ত্রাস পুরোপুরি দমন করতে পেরেছি। তাদের সম্পূর্ণ রুপে দমনের জন্য আমরা চেষ্টা করছি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর কৃষি খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরে সেখানে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জাতীয় সংসদের সাবেক হুইপ সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার সেলুন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনায় আসামি গ্রেফতার হয়নি। এ নিয়ে আপনারা বিচলিত হবেন না। এখন হয়নি তবে পরে আসামি গ্রেফতার হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে আছেন। তার জামিন দেয়া সরকারের বিষয় না, সেটি আদালত দেখবে। তারা জামিন না দিলে তো সরকারের কিছু করার নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবে কি-না সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগেই বলে দিয়েছেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।