ধুলাবালুতে অতিষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করল বিক্ষুব্ধ জনতা
সড়ক সংস্কার করতে মাসের পর মাস সময় নেয়ায় ধুলাবালুতে অতিষ্ঠ জনজীবন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনযাত্রা। এ অবস্থায় খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
দুই ঘণ্টার অবরোধে মহাসড়কে আটকা পড়ে শত শত যানবাহন। এত দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এ সময় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা।
সোমবার (০২ মার্চ) বেলা ১১টায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই বাজারে এ অবরোধ করা হয়। দুপুর ১টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ঝিনাইদহ পুলিশের শৈলকুপা সার্কেলের এএসপি আরিফুর রহমান বলেন, সড়ক সংস্কারের ধুলাবালু উড়তে থাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করেছেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, মহাসড়কের আশপাশে ডোবা, জলাশয় না থাকায় পানি দিতে সমস্যা হয়। তবে কষ্ট হলেও এখন থেকে নিয়মিত পানি দেয়ার চেষ্টা করা হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমএস