সাড়ে ২২ লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী ধরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ মার্চ ২০২০

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ২২ লাখ ৪৬ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার ইউএস ডলারসহ মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আটক মোজাম্মেল হোসেন নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

যশোর ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় মোজাম্মেল হোসেন নামে একজন যাত্রীকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার ইউএস ডলার পাওয়া যায়। আটক মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।