রাজশাহীতে ১৫ টাকার মাস্ক ৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১০ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে রাজশাহীতেও। অস্বাভাবিকভাবে বেড়েছে মাস্কের চাহিদা। ১৫ টাকা দামের মাস্ক ৫০ থেকে ৭০ টাকা আর ১০ টাকার মাস্ক ২০ থেকে ৩০ টাকায় বিক্রি কর১৫ টাকা দামের মাস্ক ৫০ থেকে ৭০ টাকা আর ১০ টাকার মাস্ক ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। স্যানিটাইজারেরও সংকট তৈরি হয়েছে। আর এই সুযোগে বাড়তি দাম রাখছেন কতিপয় ব্যবসায়ী।

মঙ্গলবার (১০) অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রাজশাহী নগরীর আরডিএ মার্কেটের দুই কাপড় বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তিনি বলেন, বাড়তি দাম নেয়ার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয় আরডিএ মার্কেটে। এ সময় সেখানকার সাগর গার্মেন্ট ও হানিফ এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে মাস্কের বাড়তি দাম নেয়ার প্রমাণ পাওয়া যায়। পরে দোকান দুটিকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য বিক্রেতাদেরও এ বিষয়ে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে।

এদিকে সোমবার (৯ মার্চ) রাত থেকেই মাস্ক নেই অধিকাংশ ফার্মেসিতে। অনেকেই মাস্ক নেই ঘোষণাও দিয়েছেন। নগরীর লক্ষ্মীপুর ও সাহেববাজার এলাকার ফার্মেসিগুলোতে ঘুরে দেখা গেছে এই চিত্র।

বিক্রেতারা বলছেন, নতুন করে মাস্ক সরবরাহ নেই। আগের যা ছিলো তা বিক্রি হয়ে গেছে সোমবারের মধ্যেই। অনেকেই এসে মাস্ক চাইছেন। ফলে তারা বিষয়টি ঘোষণা দিয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।