বার বার পালানোর চেষ্টা, মেয়েকে শিকলে বাঁধলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১১ মার্চ ২০২০

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্নাসী সরকারপাড়া গ্রামে এক কিশোরীকে (১৬) শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার (১১ মার্চ) দুপুরে সদর থানা পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে ওই কিশোরীকে শিকলমুক্ত করে থানায় নিয়ে যায়। পরে তাকে দাদার জিম্মায় হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মাকে না জানিয়ে ওই কিশোরী গোপনে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন পরিবারের লোকজন। মঙ্গলবার (১০ মার্চ) ঘটনা জানাজানি হওয়ার পর তার বাবা তাকে বুঝিয়ে ঘরে রেখে যান। পরে মেয়েটি বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে নিবৃত করতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মেয়েটি চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।

ওই কিশোরীর দাদা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত একই গ্রামের সবুজের সঙ্গে গত বছর অক্টোবর মাসে গোপনে বিয়ে রেজিস্ট্রি করে তার নাতনি। সম্প্রতি ঘটনা জানাজানি হলে বাড়ি থেকে বারবার পালানোর চেষ্টা করে সে। ফলে তাকে নিবৃত করতে এবং নিরাপত্তার কথা ভেবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান উমর ফারুখ বলেন, সদর থানার ওসির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেয়েটিকে শিকলমুক্ত করি।

কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান বলেন, মেয়েটিকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমরা তাকে মুক্ত করে থানায় নিয়ে আসি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিকলবন্দি কিশোরীর ঘটনা জানাজানির পর দুই হাত শিকল দিয়ে বাঁধা অবস্থায় কিশোরীটিকে তার ঘরে দেখতে পাই। পরে মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বিকেলে মেয়েটিকে তার দাদার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।