রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১১ মার্চ ২০২০

কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে মধুরছড়া ডি-ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ ইউসুফ (৩১) মধুরছড়া ডি-জোনের ৩নং ব্লকের শামসুল হকের ছেলে। অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার।

ওসি মর্জিনা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে একটি গলা কাটা মরদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।