বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:২৪ এএম, ১৪ মার্চ ২০২০
ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আটক ইসমাইল হোসেন কালু দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২/১৫জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। বিএসএফের ধাওয়ায় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইল ধরা পড়েন।

জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফ কোনো সাড়া দেয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।

নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।