৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পাঁচ আড়তদারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) বিকেলে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শুক্রবার বিকেলে গোসাইরহাট বাজারের আড়তদার সজল মৃধা, কাঞ্চন বয়ানি, পাভেল মাতব্বর ও ফারুক রাঢ়ীসহ পাঁচজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ট্রাকভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রতিকেজি পেঁয়াজের মূল্য দাঁড়ায় ৪৫ টাকা। কিন্তু প্রতিকেজি পেঁয়াজ ৮০ টাকা দরে পাইকারি বিক্রি করছিলেন তারা। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেছেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে যারা বাজারে ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম বেশি রাখবে তাদের ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. ছগির হোসেন/এএম/বিএ