ভারতফেরত যাত্রীদের হাতে কোয়ারেন্টাইনের সিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২১ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতফেরত যাত্রীদের হাতে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনের সিল। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য শনিবার (২১ মার্চ) যাত্রীদের হাতে সিল দেয়া হয়। সিলে হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার সময়ও উল্লেখ করে দেয়া হয়।

এদিন সকাল ৯টায় চেকপোস্টের স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম পরিদর্শন করেন জেলার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। এ সময় তিনি সার্বিক কার্যক্রম তদারকির পাশাপাশি ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ বলেন, শুক্রবার ঢাকা থেকে আমাদের কাছে কোয়ারেন্টাইন সিল পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকেই ভারতফেরত যাত্রীদের হাতে সিল দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য।

সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ভারত থেকে ফেরা প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি একটি ফরম পূরণ করতে হয়। স্বাস্থ্য বিভাগের একাধিক টিম এখানে কাজ করছে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।