দরিদ্রদের জন্য মাস্ক তৈরি করে বিতরণ করছেন দর্জি মাস্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ মার্চ ২০২০

রাঙ্গামাটি শহরের বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের ‘নিউ সাইমা টেইলার্স’র মালিক তবলছড়ি মসজিদ কলোনির বাসিন্দা মো. জসিম উদ্দিন। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে দরিদ্ররা নিজেদেরকে রক্ষা করার জন্য যাতে মাস্ক ব্যবহার করতে পারেন সেজন্য নিজ খরচে মাস্ক তৈরি করে বিতরণ করছেন এই দর্জি মাস্টার।

যেখানে ইতালি, স্পেন, কানাডার মতো উন্নত দেশে করোনা ভাইরাস মহামারিতে রূপ নিয়েছে সেখানে বাংলাদেশে এর ভয়াবহতা ও দেশের দরিদ্র মানুষের অবস্থা চিন্তা করেই দর্জি মাস্টার মো. জসিম উদ্দিন নিজ খরচে মাস্ক তৈরি করে বিতরণ করছেন বলে জানান।

মো. জসিম উদ্দিন বলেন, উন্নত রাষ্ট্রগুলোতে যদি এ ভাইরাস মহামারিতে রূপ নেয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তার ওপর কিছু অসাধু ব্যবসায়ী নিজের স্বার্থের কথা চিন্তা করে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে। যা দরিদ্র এবং হতদরিদ্র অনেকেরই কেনা সম্ভব না। সেজন্য আমি এ পর্যন্ত প্রায় চারশ মাস্ক তৈরি করে বিতরণ করেছি। সামনে প্রয়োজন হলে আরও তৈরি করব এবং বিতরণ করব।

সাইফুল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।