গাইবান্ধা পৌর পার্ক লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৩ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধা পৌর পার্কটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন পৌর মেয়র।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র বলেন, গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে শহীদ মিনার সংলগ্ন জনবহুল পৌরপার্ক এলাকা। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পৌর পার্কে যাওয়া থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এবং পৌর পার্কের সকল দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সবকিছু বন্ধ থাকবে।

PIC

প্রসঙ্গত, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।এজন্য গোটা উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ।

জাহিদ খন্দকার/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।